Match 3 Bead
Zagraj w tradycyjną grę w wiosce na swój telefon komórkowy.
Match 3 Bead একটি ঐতিহ্যবাহী গ্রামীন খেলা যেটি বাংলাদেশ এবং ভারতের কিছু অঞ্চলে খেলে থাকে।
খেলার নিয়মঃ
Match 3 Bead খেলার নিয়ম অনেকটা সহজ। এই খেলাটি খেলতে দুইজন খেলোয়ার লাগে এবং প্রত্যেক খেলোয়াড়ের ১২ টি করে গুটি হাতে থাকে। খেলোয়াড়দের লক্ষ্য থাকবে পরপর তিনটি গুটি একই লাইন বরাবর সাজানো। এভাবে তিনটি গুটি সাজাতে পারলে সে অপর খেলোয়াড়ের সবগুলো গুটি থেকে যে কোনো একটি গুটি তুলে নিতে পারবে।
প্রথমে কে খেলা শুরু করবে তা খেলার শুরুতে নির্ধারিত হয়। এরপর প্রথম খেলোয়ার তার হাতে থাকা গুটিগুলো থেকে একটি গুটি বোর্ডের যেখানে ফাকা ছেদবিন্দু আছে সেখানে বসাবে। অনুরূপভাবে অপর খেলোয়াড়ও তার চাল শুরু করবে।
এভাবে চাল দিতে দিতে কোনো খেলোয়াড় যদি একই লাইনে থাকা তিনটি ছেদবিন্দু পূর্ণ করতে পারে তাহলে সে অপর খেলোয়াড়ের সবগুলো গুটি থেকে যেকোনো একটি গুটি তুলে নিবে এবং এর ফলে সে একটি পয়েন্ট পাবে।
হাতে থাকা ১২ টি গুটি বসানো শেষ হয়ে গেলে সে নির্বাচিত গুটির অবস্থান থেকে পরের ফাকা ছেদবিন্দুতে চাল দিতে পারবে।
এক্ষেত্রেও খেলোয়াড় যদি একই লাইনে থাকা পরপর তিনটি ছেদবিন্দু পূর্ণ করতে পারে তাহলেও সে অপর খেলোয়াড়ের সবগুলো গুটি থেকে যেকোনো একটি গুটি তুলে নিবে এবং এর ফলেও সে একটি পয়েন্ট পাবে।
এভাবে যে খেলোয়াড় আগে সর্বমোট ১২টি পয়েন্ট অর্জন করতে পারে, তাকে বিজয়ী হিসেবে ধরা হয়।
খেলার নিয়মঃ
Match 3 Bead খেলার নিয়ম অনেকটা সহজ। এই খেলাটি খেলতে দুইজন খেলোয়ার লাগে এবং প্রত্যেক খেলোয়াড়ের ১২ টি করে গুটি হাতে থাকে। খেলোয়াড়দের লক্ষ্য থাকবে পরপর তিনটি গুটি একই লাইন বরাবর সাজানো। এভাবে তিনটি গুটি সাজাতে পারলে সে অপর খেলোয়াড়ের সবগুলো গুটি থেকে যে কোনো একটি গুটি তুলে নিতে পারবে।
প্রথমে কে খেলা শুরু করবে তা খেলার শুরুতে নির্ধারিত হয়। এরপর প্রথম খেলোয়ার তার হাতে থাকা গুটিগুলো থেকে একটি গুটি বোর্ডের যেখানে ফাকা ছেদবিন্দু আছে সেখানে বসাবে। অনুরূপভাবে অপর খেলোয়াড়ও তার চাল শুরু করবে।
এভাবে চাল দিতে দিতে কোনো খেলোয়াড় যদি একই লাইনে থাকা তিনটি ছেদবিন্দু পূর্ণ করতে পারে তাহলে সে অপর খেলোয়াড়ের সবগুলো গুটি থেকে যেকোনো একটি গুটি তুলে নিবে এবং এর ফলে সে একটি পয়েন্ট পাবে।
হাতে থাকা ১২ টি গুটি বসানো শেষ হয়ে গেলে সে নির্বাচিত গুটির অবস্থান থেকে পরের ফাকা ছেদবিন্দুতে চাল দিতে পারবে।
এক্ষেত্রেও খেলোয়াড় যদি একই লাইনে থাকা পরপর তিনটি ছেদবিন্দু পূর্ণ করতে পারে তাহলেও সে অপর খেলোয়াড়ের সবগুলো গুটি থেকে যেকোনো একটি গুটি তুলে নিবে এবং এর ফলেও সে একটি পয়েন্ট পাবে।
এভাবে যে খেলোয়াড় আগে সর্বমোট ১২টি পয়েন্ট অর্জন করতে পারে, তাকে বিজয়ী হিসেবে ধরা হয়।
Reklama
Download Match 3 Bead 1.0 APK
Cena:
Free
Aktualna Wersja: 1.0
Instalacje: 100,000+
Średnia Ocena:
(5.0 out of 5)
Wymagania:
Android 2.3.3+
Ocena Treści: Everyone
Nazwa Pakietu: i_it.game.m3b
Reklama